অপ্রাপ্ত বয়স্ক দেখতে পারবে না "জুলি ২"

ক্যামেরার সামনে সাহসী হতে কখনও দ্বিধা বোধ করেননি রাই লক্ষ্মী। দাক্ষিণাত্যের পর্দায় এমন নমুনা একাধিক রয়েছে। তবে বলিউডে এই প্রথম পদার্পণ অভিনেত্রীর। আর প্রথম ছবিতেই দর্শকদের নিজের বোল্ড অবতারে। প্রথম ঝলক থেকেই ‘জুলি ২’ চর্চার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে এমন ছবির নিবেদক যেখানে সিবিএফসি-র প্রাক্তন প্রধান ‘সংস্কারি’ পহেলাজ নিহালনি। পহেলাজের সিনেমাকে বিনা কাটে মুক্তি দিয়েছেন প্রসূন জোশী। তবে ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ‘A’ সার্টিফিকেট। কেন? তা এই দৃশ্য থেকেই স্পষ্ট। যা প্রকাশ্যে এসেছে বলিউড লাইফ ডট কম-এর খবরের সূত্রে।


ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চোখে পডেছে নায়িকারও। খবরের লিঙ্কটি শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন লক্ষ্মী। এমন কাজকে নিম্নরুচির আখ্যা দিয়েছেন তিনি। অবশ্য নিন্দুকদের মতে মুক্তির আগে প্রচার পেতেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিতর্কের মাধ্যমেই সবচেয়ে ভাল প্রচার পাওয়া যায়। আর এটা ছবির নিবেদন পহেলাজের থেকে ভাল বোধ হয় আর কেউ জানেন না। তাই বিতর্ককে হাতিয়ার করেই শেষ মুহূর্তের প্রচারপর্ব সারা হচ্ছে।

Comments

Popular posts from this blog

Suu Kyi is going to China